অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

২৮২ রানের বিশাল স্কোর গড়ার পরই বোঝা গিয়েছিলো, আরও একটি ম্যাচ জিততে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুধু জয়ই নয়, যুবাদের এশিয়ান ক্রিকেটেও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে জুনিয়র টাইগাররা। কাজটা বাকি ছিল শুধু বোলারদের। মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবনরা সেই কাজটা খুব সহজেই শেষ করে দিলেন।
স্বাগতিক আরব আমিরাতকে ২৪.৫ ওভারে অলআউট করে দিলেন ৮৭ রানে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিকদের ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
২৮৩ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই টাইগার পেসার মারুফ মৃধার তোপে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লেতেই ৩৯ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আরব আমিরাত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
মারুফের পর রুহানাত উল্লাহ বরসনের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে আরিয়ান খানের দল। আর তাতেই ১৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে এশিয়া কাপ নিজেদের করে নিল টাইগার যুবারা। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মারুফ ও বরসন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরতে ওপেনার জিসান আলমকে হারালেও ম্যাচের হাল ধরেন আশিকুর রহমান শিবলী ও মোহাম্মদ রিজওয়ান।
এই দুই টপ অর্ডার মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ১২৫ রানের বিধ্বংসী পার্টনারশিপ গড়ে। যাতেই বড় রানের ভীত পেয়ে যায় বাংলাদেশ। ৬০ রান করে রিজওয়ান ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে এবারের আসরের দ্বিতীয় শতক তুলে নেন ওপেনার শিবলী।
এই ডানহাতি ব্যাটারের বিধ্বংসী ১২৯ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রানের পুঁজি পায় বাংলাদেশ। আরব আমিরাতের হয়ে ৪টি উইকেট নেন আয়মান আহমেদ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেন শিবলি।

খেলাধূলা শীর্ষ খবর