কুয়েতের আমির মারা গেছেন

কুয়েতের আমির মারা গেছেন

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে মারা গেছেন। রাষ্ট্রীয় টিভি এ খবর জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে তার সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর শেখ নওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে শপথ গ্রহণ করেছিলেন। শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা গিয়েছিলেন। এরপরই কুয়েতের শাসক হিসেবে দায়িত্ব পান শেখ নওয়াফ।
কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, গত মাসে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে আমির শেখ নওয়াফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কুয়েত রাজ্যের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা শোক জ্ঞাপন করছি।
এ ঘোষণার আগে কুয়েতের রাষ্ট্রীয় টিভিতে নিয়মিত প্রোগ্রাম বাদ দিয়ে কুরআনের আয়াত পাঠ করা হয়। কারণ, এটা দেশটির রাজপরিবারের কোনো সদস্যের মৃত্যুর সংকেত।
কয়েক সপ্তাহ আগে শেখ নওয়াফকে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরে ঘোষণা করা হয়েছিল যে তার অবস্থা স্থিতিশীল।
খবর আল-জাজিরা, খালিজ টাইমস

আন্তর্জাতিক শীর্ষ খবর