ভয়াবহ গাড়িবোমা হামলায় কেঁপে উঠলো বৈরুত, আটজনের প্রাণহানি

ভয়াবহ গাড়িবোমা হামলায় কেঁপে উঠলো বৈরুত, আটজনের প্রাণহানি

লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার এক গাড়িবোমা বিস্ফোরণে আটজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরও ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত আশরাফিয়া জেলার ব্যস্ততম সাসিন স্কয়ারে বোমাটি বিস্ফোরিত হয়। এলাকাটি খ্রিস্টান অধ্যুষিত হিসেবে পরিচিত।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্সসহ সেনাবাহিনীকে ছুটে যেতে দেখা গেছে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

শুক্রবারের হামলার লক্ষ্য এখনও পরিষ্কার নয়। তবে প্রতিবেশী সিরিয়ার সহিংসতাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে লেবাননেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফালানজি নামে পরিচিত লেবাননের প্রভাবশালী ম্যারোনাইট খ্রিষ্টান গ্রুপের সদর দপ্তরের ২শ’ মিটারের মধ্যেই বিস্ফোরণটি সংঘটিত হয়। এর অল্প দূরেই লেবাননের পশ্চিমা সমর্থিত ১৪ মার্চ রাজনৈতিক জোটের কার্যালয় অবস্থিত।

বিস্ফোরণের পর বেশ কিছু গাড়িতে আগুনে ধরে যায়। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে বিধ্বস্ত বেশ কিছু ভবনের ছবি প্রদর্শিত হয়। নিকটস্থ হাসপাতাল থেকে জনগণের প্রতি রক্তদানের আহবান জানানো হয়।

আন্তর্জাতিক