বসুন্ধরা আবাসন মেলা নিয়ে ক্রেতাদের আগ্রহ

বসুন্ধরা আবাসন মেলা নিয়ে ক্রেতাদের আগ্রহ

বসুন্ধরা আবাসন মেলা-২০১২ নিয়ে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। কারন দেশের বেসরকারি সেক্টরের অভিজাত এলাকা বসুন্ধরা বারিধারা প্রকল্পে মাত্র ১৬ লাখ টাকা‍ কাঠায় প্লট পাওয়া যাচ্ছে।

গত রোববার ‘সবুজে বাঁচুন’ এই অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে বসুন্ধরা আবাসন মেলা-২০১২।বসুন্ধরা একক আবাসন মেলায় বুধবার পর্যন্ত মেলায় মোট ৭১টি প্লট বিক্রি হয়েছে। বৃহস্পতিবারও বেশ কিছু বিক্রি ও বুকিং হয়েছে। তবে শুক্রবার মেলায় ব্যাপক ভীড় থাকবে বলে আয়োজকরা আশা করছেন।

রোববার থেকে মেলায় প্রতিদিনই আসছে নানা শ্রেণী-পেশার মানুষ। কেউ কিনছেন প্লট কেউ ফ্ল্যাট।  তবে প্লট বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি।

মেলায় সম্পর্কে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম জানান, ‘বুধবার পর্যন্ত পি-ব্লকে ৭১টি প্লট বিক্রি হয়েছে। মেলায় ক্রেতাদের অভাবনীয় সাড়া মিলেছে। কারন দুই বছর আগেও পি-ব্লকে ৩০ লাখ টাকায় প্লট বিক্রি হয়েছে। আমরা মেলা উপলক্ষে তা ১৬ লাখ টাকায় নিয়ে এসেছি। মেলা শেষ হলে মূল্যছাড়ের অফারটি আর থাকবে না। তাই অনেকেই অফারটি কাজে লাগাচ্ছ্নে।’

তিনি বলেন, ‘মানুষ বিশ্বাস করে বসুন্ধরার প্লট একসময় দুই কোটি টাকা কাঠা হতে পারে।  বসুন্ধরা আবাসিক প্রকল্পের জমির দাম ২৫ বছরে প্রায় ১০০ গুণ বেড়েছে। বসুন্ধরার একটি প্লট মানে কোন লস নেই।’

তৌহিদুল ইসলাম বলেন,‘বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্বমানের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যাংক, রাস্তাঘাট ও আধুনিক নাগরিক জীবনের সব উপাদান আছে। আর ‘পি’ ব্লকের এসব প্লট স্বল্প সময়ে হস্তান্তর করা হবে । আমাদের এই প্রকল্প ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা। প্রথম দিনে থেকেই মেলায় দর্শ সমাগম ভালো। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় ভীড় বাড়বে।’

গত রোববার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক- এ এর ১২৫ নম্বর প্লটে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসে মেলার উদ্বোধন করা হবে। মেলার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান।

বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ইস্ট-ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এই আবাসন মেলার আয়োজন করেছে । দেশের আবাসন শিল্পের পথিকৃৎ বসুন্ধরা গ্রুপের এবারের আয়োজনে থাকছে প্লট ও ফ্ল্যাটের মেলা। ১৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেড়মাসের এ মেলা চলবে। শুধুমাত্র ঈদের দিন বাদে শুক্রবারগুলোতেও মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক- এ এর ১২৫ নম্বর প্লটে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিস, পান্থপথের বসুন্ধরা সিটি মার্কেটের লেভেল-১১ এবং বাংলাদেশ চীন মৈত্রী সেতু (বুড়িগঙ্গা সেতু-১) সংলগ্ন বসুন্ধরা রিভারভিউ সাইট অফিসে একসঙ্গে এ মেলা চলবে।

বসুন্ধরা আবাসিক প্রকল্প, বারিধারার ‘পি’ ব্লকের প্রতি কাঠার মূল্য ২১ লাখ টাকা। মেলা উপলক্ষে কাঠাপ্রতি ৫ লাখ টাকা ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এখন মেলা চলাকালীন কাঠাপ্রতি ১৬ লাখ টাকা মূল্য ধরা হয়েছে। মেলায় তিন কাঠা, পাঁচ কাঠা, দশ কাঠা ও এক বিঘার প্লট রয়েছে।

ক্রেতারা মেলায় প্লট ও ফ্ল্যাটের বুকিং দিতে পারেন ২ লাখ টাকায়। প্রতিটি বুকিংয়ে ফ্রি এলইডি টিভি ও ল্যাপটপ দেওয়া হবে। আর যারা বুকিং দিবেন তাদের মধ্য থেকে একজন পেতে পারেন আকর্ষণীয় একটি ব্র্যান্ড নিউ গাড়ি।

অর্থ বাণিজ্য