ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি সোনা জব্দ : আটক ৯

ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি সোনা জব্দ : আটক ৯

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ কেজি সোনাসহ ৯ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তিরা সবাই দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী।
শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি নামলে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি তবে আটকদের মধ্যে কয়েকজন শিশু আছে বলে জানা গেছে।
কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস এবং এনএসআইয়ের যৌথ অভিযানে চোরাচালানের এই বিপুল পরিমাণ সোনা আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৯ যাত্রীকে সাসপেক্ট করেছি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও আছে। তবে ৩-৪ জন বলছে, তারা কিছুই জানেন না।
তিনি আরও বলেন, বিস্তারিত জানাতে আমাদের আরেকটু সময় লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন। তারা আসলে আমরা সবগুলো ওপেন করব। আটকরা আমাদের কাস্টডিতে আছেন।

আন্তর্জাতিক শীর্ষ খবর