ঈদ-উল আজহা উপলক্ষে রেফ্রিজারেটরে বিশাল মুল্যছাড় ঘোষণা করেছে ওয়ালটন। ফ্রস্ট এবং ননফ্রস্ট সব ধরনের ফ্রিজের দামই কমিয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
তবে নন ফ্রস্ট ফ্রিজের দাম তুলনামূলক বেশি কমেছে। উৎপাদন বৃদ্ধির ফলে ওভারহেড কস্ট কমে যাওয়ায় এ মূল্য হ্রাস বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, বাংলাদেশে সবচেয়ে বেশি ফ্রিজ ও ফ্রিজার (ডিপ ফ্রিজ) বিক্রি হয় কোরবানির ঈদে। বিশেষ করে কোরবানির মাংস সংরক্ষণ করতে এ সময় অধিকহারে ফ্রিজ কেনেন ক্রেতারা। ভোক্তারা যাতে আরো কম মূল্যে এ সেবা পেতে পারেন সেজন্য এই উদ্যোগ।
ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, ‘‘আমরা সব শ্রেণীর ক্রেতা ও ব্যবহারকারীর ক্রয়ক্ষমতার বিষয়টি নিয়ে চিন্তা করেছি। সেই সঙ্গে ঈদ-উল আজহায় বর্ধিত বাজার চাহিদার কথা মাথায় রেখে এ মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে।’’
ঢাকাসহ সারা দেশে ওয়ালটন প্লাজাসহ সকল বিক্রয়কেন্দ্রে মূল্য ছাড়ের এ সুযোগ থাকছে। সেই সঙ্গে ওয়ালটন প্লাজা থেকে আগের যে কোনো সময়ের চেয়ে আরো সহজ শর্তে কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কেনার সুযোগ রয়েছে।
ওয়ালটনের অতিরিক্ত পরিচালক উদয় হাকিম বলেন, উৎপাদন বৃদ্ধির কারণে ওভারহেড কস্ট কমে গেছে। ফলে পণ্যের উৎপাদন খরচও হ্রাস পেয়েছে। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে এর সুফল যাতে দেশবাসী পান, সেজন্য মোটরসাইকেলের মতোই রেফ্রিজারেটরেও এ মূল্যছাড়।
ওয়ালটনের আরেক অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আশরাফুল আম্বিয়া জানান, বাংলাদেশে একমাত্র ওয়ালটন ফ্রিজ তৈরিতেই ব্যবহৃত হচ্ছে প্রযুক্তির বিস্ময় ন্যানো টেকনোলজি। স্বাস্থ্য নিরাপত্তামূলক বিশেষ এ প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়ালটন ফ্রিজে খাবার যেমন সতেজ থাকছে, তেমনি থাকছে স্বাস্থ্যসম্মত। এই প্রযুক্তি ফ্রিজের ভেতরে জন্মানো ক্ষতিকর ব্যাকটেরিয়া স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করে, খাদ্যমান এবং স্বাদ রাখে অক্ষুন্ন, খাবার রাখে দুর্গন্ধমুক্ত।
কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন এ দেশের আবহাওয়া উপযোগী ডিজাইন ও প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের ফ্রিজ তৈরি করছে। টেকসই ওয়ালটন ফ্রিজ বিদ্যুত চলে গেলেও দীর্ঘ সময় খাবার ঠাণ্ডা রাখে। ডিইসিএস প্রযুক্তি ও কপার কন্ডেন্সার ব্যবহারের ফলে এর কুলিং ডেনসিটি বেশি এবং বিদ্যুত সাশ্রয়ী।
শো-রুম ঘুরে দেখা গেছে, ওয়ালটন ফ্রিজের রয়েছে বিভিন্ন রঙ ও ডিজাইনের আকর্ষণীয় মডেল। ক্রেতারা তাদের রুচি, পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী ওয়ালটন ফ্রিজ ও ফ্রিজার কিনতে পারেন। ঈদ সামনে রেখে ওয়ালটন ফ্রিজের বিক্রিও বেড়েছে বলে জানান বিক্রেতারা।
উল্লেখ্য, ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ফ্রিজ বিভিন্ন দেশে রফতানিও হচ্ছে।