তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যে ব্লিংকেন

তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যে ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালে এটি হবে তার তৃতীয় মধ্যপ্রাচ্য সফর।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বাড়ানোর ঘোষণার মধ্যেই সোমবার একজন মার্কিন কর্মকর্তা ব্লিংকেনের সফরের কথা জানান।
এদিকে ব্লিংকেন চলতি সপ্তাহে কপ-২৮ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে দুবাইতেও যাবেন। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আর যাচ্ছেন না। তবে তিনি কেন যাচ্ছেন না তার কারণ জানা যায়নি।
মার্কিন কর্মকর্তা জানান, ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।
এ সময়ে তিনি গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সব জিম্মি মুক্তি ও গাজার বেসামরিক নাগরিকদের অধিকতর সুরক্ষার ওপর জোর দেবেন।
উল্লেখ্য, মধ্যস্থতাকারী কাতারের ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণার প্রেক্ষিতে ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফর অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর