সিরিজে সমতা আনার লক্ষ্যে মাঠে নামছে অস্ট্রেলিয়া

সিরিজে সমতা আনার লক্ষ্যে মাঠে নামছে অস্ট্রেলিয়া

সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা আনার লক্ষ্যে ভারতের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচ জিতে সফরকারীদের বিপক্ষে ডাবল লীড চায় স্বাগতিক ভারত। রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হাই স্কোরিং ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৮ রান করে অজিরা। তিন নম্বরে নেমে ৫০ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন ইংলিশ। ভারতীয় বোলারদের তুলোধুনো করে ১১টি চার ও ৮টি ছক্কা হাঁকান তিনি।
২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পায় ভারত। এ ম্যাচ দিয়ে সংক্ষিপ্ত ভার্সনে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ভারত। দলের জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও কিষাণ।
প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে চায় অজিরা। দলের অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘আমাদের বোলিং মান সম্মত হয়নি। বোলাররা রান আটকাতে পারেনি। ব্যাটাররা ভালো করেছে। আশা করছি, পরের ম্যচ জিতে সিরিজে সমতা আনতে পারবে।’

খেলাধূলা শীর্ষ খবর