মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ঈদুল আজহা উদযাপন হবে আগামী ২৭ অক্টোবর।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, “মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে। আর ঈদ হবে ২৭ অক্টোবর শনিবার।”
এর আগে মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. বজুলুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হেলাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহপরিচালক নাসির উদ্দিন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মওলানা সালাউদ্দিনসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
এদিকে সৌদি আরবে এবার ২৬ অক্টোবর ঈদুল আজহা উদযাপন করা হবে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা।