বিটিভি ও বেতার ছাড়া আর কোনো সংবাদমাধ্যমকে প্রবেশ করতে না দেওয়ায় গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংগ্রহ করতে পারেন নি সংবাদকর্মীরা।
সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে ওই সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্য শেষে দুপুর ১২টায় গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
এর আগে আইইউটির ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ ইমতিয়াজ হোসাইনের সভাপতিত্বে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়।
এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, তুরস্কের রাষ্ট্রদূত ও আইইউটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মেহমেদ ভাকুর ইরকুল এবং ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মহাপরিচালক ড. রাজলী বিন মুহম্মদ নুরদিন।
সমাবর্তন অনুষ্ঠানে ওআইসিভূক্ত ১৫টি দেশের বিভিন্ন কোর্সের ৩শ’ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে সর্বাধিক সংখ্যক ২৩৫ জন বাংলাদেশের শিক্ষার্থী রয়েছেন। অন্য দেশগুলো হলো- আফগানিস্তান, ক্যামেরুন, মিশর, জাম্বিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সেনেগাল, সিয়েরা লিয়ন, সোমালিয়া, সুদান, উগান্ডা ও ইয়েমেন ইত্যাদি।
এবারের সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ইইই বিভাগের কেএএসএম এহতেশামুল হককে ওআইসি গোল্ড মেডেল এবং সিইই বিভাগের মো. মোসাব্বির পাশা, এমসিই বিভাগের সাফি নুর, সিএসই বিভাগের জাহিন ফারাজ আহমেদ ও টিভিই বিভাগের তাবান হাবিবকে আইইউটি গোল্ড মেডেল দেওয়া হয়।
তবে প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানে বেসরকারি কোন মিডিয়াকর্মীকে প্রবেশ করতে দেয় নি এসএসএফ। ফলে অনুষ্ঠানে পেশাগত দায়িত্বপ্রাপ্ত মিডিয়াকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ফিরে যান।
এ প্রসঙ্গে এসএসএফ এর পক্ষ থেকে বলা হয়, উপরের নির্দেশ আছে। বিটিভি ও বাংলাদেশ বেতার ছাড়া বেসরকারি কোনো মিডিয়াকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না।