বেসিক ব্যাংক শিল্পব্যাংক শাখায় আগুনে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল ৮টা ৫২ মিনিটের দিকে ব্যাংকের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।
নিচতলার শীতাতপ যন্ত্র থেকে আগুন দোতলায় ছড়িয়ে পড়ে। এতে শীতাতপ যন্ত্র ও অফিসের আসবাবপত্র পুড়ে যায়। ব্যাংকের পরিচ্ছন্ন কর্মীরা সকালে প্রথম আগুনের ধোঁয়া দেখতে পান। এ সময় অফিসে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেসিক ব্যাংকের অ্যাসিসট্যান্ট ম্যানেজার নাসরিন খানম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। তবে তার আগেই সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংকের নিরাপত্তা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।