ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ফার্নিচার পণ্যে ১৮ শতাংশ ছাড় দিচ্ছে পারটেক্স। মেলায় নতুন নতুন আর নানা ডিজাইনের ফার্নিচারের পসরা সাজিয়ে বসেছে পারটেক্স। তুলনামূলক দাম কম বলেও জানিয়েছেন ফার্নিচার কিনতে আসা কয়েকজন।
শনিবার বাণিজ্য মেলায় পারটেক্সের ২১ নম্বর প্রিমিয়ার প্যাভেলিয়নের সেল্স ম্যানেজার অতুল প্রসাদ সরকার ছাড়ের বিষয়টি জানান।
অতুল প্রসাদ বলেন, ‘ পারটেক্সের নতুন ডিজাইনের বেশ কিছু কালেকশন রয়েছে। পারটেক্সের আসবাবপত্রগুলো মেহগনি আর বিদেশি ওককাঠ দিয়ে তৈরি। এর মধ্যে মেহগনি কাঠের ফার্নিচারের চাহিদা বেশি। মানের ক্ষেত্রে পারটেক্সের পণ্য শতভাগ উন্নত। তাছাড়া গুণগত মানের সঙ্গে এসবের দামও সাশ্রয়ী।’
এখানে কাঠ এবং মেলামাইন লেমেনেটেড পার্টিকেল বোর্ড উভয় ধরনের আসবাব পত্র পাওয়া যায়।
আসবাব পত্রগুলোর মধ্যে রয়েছে বিছানার খাট, ডাইনিং টেবিল, সোফা, আলমিরাহ, ড্রেসিং টেবিল, শো-কেস সহ অন্যান্য ফ্যামিলি ও অফিস ফার্নিচার।
এছাড়া এ প্যাভিলিয়নে রয়েছে বিশেষ দুইটি কিচেন কেবিনেট। এর মধ্যে একটির মূল্য ৫৪ হাজার টাকা এবং অন্যটির মূল্য আড়াইলাখের মত।