জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নাটক এবং চলচ্চিত্র দুই অঙ্গনেই সমান জনপ্রিয়। কিন্তু এতদিন তার কোন প্রেম কিংবা ভালোবাসার তথ্য প্রকাশ না হলেও এবার বহু প্রেমের তথ্য প্রকাশ পেয়েছে।
একটি-দুটি মেয়ে সাথে নয়, গ্রামের বেশিরভাগ মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক। তাই গ্রামের সবাই তাকে নাম দিয়েছে ‘লাভ রশিদ’।
তবে বাস্তবে নয়, একুশে টেলিভিশনের প্রযোজনায় এবারের ঈদুল আজহার অনুষ্ঠানমালায় থাকবে এ বিশেষ নাটক ‘লাভ রশিদ’।
নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বৃন্দাবন দাসের রচনা এবং দীপু হাজরার পরিচালনায় নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শানেরাই দেবী শানু, শাহনাজ খুশি, তারেক স্বপন, মাসুদ রানা মিঠু প্রমুখ।
আগামী ১৭ এবং ১৮ অক্টোবর পূবাইলের বিভিন্ন লোকেশনে একটানা এ নাটকটির শুটিং চলবে।
নাটকটি একুশে টেলিভিশনে ঈদুল আজহার তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে।