কোহলির ইতিহাস নিয়ে আবেগঘন বার্তা শচীনের

কোহলির ইতিহাস নিয়ে আবেগঘন বার্তা শচীনের

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ক্রিকেটের জন্মের পর থেকে রচিত হয়েছে কতশত রেকর্ড। বলা হয়ে থাকে রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। তাই বলে ওয়ানডে ফরম্যাটে ৫০টি সেঞ্চুরি! অবিশ্বাস্য মনে হলেও ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা এখন ৫০টি।
চলতি বিশ্বকাপে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন কোহলি। এমন মাইলফলকের পর শচীনের থেকে বার্তা পেয়েছিলেন, ‘চলতি বছরের শুরুতেই ৪৯ থেকে ৫০ এ পা দিতে আমার ৩৬৫ দিন অপেক্ষা করতে হয়েছে। আশা করি তুমি অল্প কদিনের ভেতরেই ৪৯ থেকে ৫০এ চলে যাবে আর আমার রেকর্ড ভেঙে দেবে।’

শচীনের অনুপ্রেরণা কাজে লাগাতে খুব বেশি সময় নেননি কোহলি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এতেই শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে যান ভারতের সাবেক অধনায়ক।

কোহলির রেকর্ড গড়ার দিনে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার। ঘরের মাঠে বসে দেখেছেন কোহলির কাছে নিজের রেকর্ড হারানো। তবে তাতে একটুও দুঃখ পাচ্ছেন না শচীন। বরং একজন ভারতীয়র কাছে রেকর্ড হারানোয় খুশিই হয়েছেন।
কোহলির রেকর্ডের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শচীন। সাবেক এই তারকা টুইটার লিখেন, ‘প্রথমবার আমি তোমাকে দেখি ড্রেসিং রুমে। তোমাকে আমার পা ছুঁইয়ে সতীর্থরা বোকা বানিয়েছিল। আমি সেদিন হাসি থামাতে পারিনি। তবে শিগগিরই তুমি খেলার প্রতি তোমার আবেগ ও দক্ষতা দিয়ে আমার হৃদয় ছুঁয়েছ। আমি দারুণ খুশি যে, সেই তরুণ ছেলেটি আজ ‘বিরাট’ খেলোয়াড়ে পরিণত হয়েছে।’

এরপরেই শচীন লিখেন, ‘আমি এর চেয়ে বেশি খুশি হতেই পারি না কারণ একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে। এবং এটি বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে করেছে সে এবং সেটিও আমারই ঘরের মাঠে, এ যেন আরও উপাদেয়!’

খেলাধূলা শীর্ষ খবর