আমদানি শুরুর পর ডিম-আলুর দাম কমছে : বাণিজ্য সচিব

আমদানি শুরুর পর ডিম-আলুর দাম কমছে : বাণিজ্য সচিব

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, দেশে সাধারণত আলু ও ডিম আমদানি করতে হয় না। শুধু পেঁয়াজ আমদানি করতে হতো। এখন ঘাটতি দেখা দেওয়ায় ডিম ও আলু আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমদানি শুরু হওয়ার পর এখন বাজারে দাম কমতে শুরু করেছে।
আজ শনিবার (১১ নভেম্বর) ১১টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পেঁয়াজের দাম এখন বাংলাদেশের মতো ভারত, মিয়ানমারেও বেশি। তাই দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসবে তখন দাম কমবে।
পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ।
ফরিদপুরে ৭৭ হাজার ৬০৫ জনের ভেতর টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই কেজি তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর