ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেনের টিকেট বিক্রি শুরু

ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ১০টি বিশেষ ট্রেনের টিকেট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গত ১৩ অক্টোবর থেকে ঈদের বিশেষ টিকেট বিক্রি শুরু হয়েছে কমলাপুর রেল স্টেশনে। এর বাইরে অতিরিক্ত আরও ১০টি বিশেষ ট্রেনের টিকেটও বিক্রি শুরু হয়েছে সোমবার (১৫ অক্টোবর) থেকে।

অতিরিক্ত ১০ ট্রেনের বিশেষ টিকেট বিক্রি শুরু হয় সকাল ৭টা থেকে, চলবে বুধবার বিকেল ৪টা পর্যন্ত।

ঈদে ঘরমুখো যাত্রীরা সোমবার ২৪ তারিখের জন্য, মঙ্গলবার ২৫ তারিখের জন্য এবং বুধবার ২৬ তারিখের জন্য অতিরিক্ত ট্রেনগুলোর টিকেট সংগ্রহ করতে পারবেন।

সোমবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের স্টেশন ম্যানেজার খায়রুল বশীর।

তিনি আরো জানান, যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে পরপর ২৪, ২৫ ও ২৬ অক্টোবর ৩টি বিশেষ ট্রেন ছেড়ে যাবে ঢাকা-পার্বতীপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-খুলনার ৩ রুটে।

তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে ১০টি বিশেষ ট্রেনসহ মোট ৬০ জোড়া ট্রেনে ১২৫টি বগি সংযুক্ত করা হবে।

এছাড়া ঈদের দিন দেশের বৃহত্তম ঈদ জামাতের স্থল কিশোরগঞ্জের শোলাকিয়ার উদ্দেশে দু’টি বিশেষ ট্রেন ঢাকা থেকে ছাড়া হবে এবং শোলাকিয়া থেকে ফের যাত্রী নিয়ে ঢাকা ফিরবে।

বিশেষ ট্রেনের বগি সংখ্যা অন্যান্য ট্রেনের মতোই থাকবে তবে দু’একটি বগি বাড়তে পারে।

খায়রুল বশীর আরো জানান, সাধারণ হিসেবে প্রতিদিন আন্তঃনগরের বিভিন্ন রুটে টিকেট বিক্রি হচ্ছে ১৩ হাজার।
ইদকে সামনে রেখে প্রতিদিন বিশেষ, মেল, আন্তঃনগর, লোকাল— সব মিলিয়ে টিকেট ছাড়া হবে ৩২ হাজার।

তিনি বলেন, বিশেষ টিকেটের জন্য বেশি ভাড়া নির্ধারণ করা হয়নি। ঘরমুখো যাত্রীরা কমলাপুর থেকে চলতি দামে বিশেষ টিকেট সংগ্রহ করছেন।

উল্লেখ্য, ঈদের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন ১৩ই অক্টোবর রেলওয়ের মহাপরিচালক আবু তাহের বলেছিলেন, ঈদ উপলক্ষে  অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।

সে মোতাবেক সোমবার থেকে অতিরিক্ত বিশেষ ট্রেনের টিকেট বিক্রি শুরু হলো কমলাপুর স্টেশন থেকে।

বাংলাদেশ