আগামী নির্বাচন সামনে রেখে দলকে সুসংগঠিত করার পরিকল্পনার অংশ হিসেবে নাটোরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পার্টির তৃণমুল পর্যায়ের প্রতিনিধি সম্মেলন ।
সোমবার সকাল ১১টায় শুরু হওয়া স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত এ সম্মেলন বিকেল ৪টায় শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সেন্টু।
অ্যাডভোকেট শফিকুর রহমান মন্টুর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জেলা জাপা সাধারণ সম্পাদক সোলায়মান আলী, সাবেক সংসদ সদস্য আশরাফুল আলম খান ডাবলু, অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।
বক্তারা তৃণমুল পর্যায় থেকে নতুন সদস্য সংগ্রহ করে দলকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে দলের ৫ শতাধিক নেতা কর্মী অংশ নেয়।