আসন্ন কোরবানির ঈদ ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ওয়ালটন মোটরসাইকেল দিচ্ছে বিশেষ মূল্যছাড়। মডেল ভেদে মূল্য ছাড়ের পরিমাণ ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মূল্য ছাড়ের এ সুযোগ বহাল থাকবে। সেই সঙ্গে কিস্তিতেও মোটরসাইকেল বিক্রি হচ্ছে।
ঈদ-পূজাকে সামনে রেখে ওয়ালটনের বিশেষ বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, প্রযুক্তিগত দিক থেকে ওয়ালটন মোটরসাইকেলে অনেকটা উন্নতি ঘটানো হয়েছে। বিশ্বখ্যাত ফুয়েল ইফিসিয়েন্ট টেকনোলজি ব্যবহারের ফলে তেল খরচ আগের চেয়ে অনেক কমে এসেছে। ফলে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে।
তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির কারণে ওভারহেড কস্ট কমে গেছে বলেই এ মূল্য হ্রাস। মডেল ভেদে ওয়ালটনের ক্রুজ-১০০ সিসি ৮০০০ টাকা, ফিউশন-১১০ সিসি ও ১২৫ সিসি’র দাম ৫০০০ টাকা কমানো হয়েছে।
ওয়ালটনের অতিরিক্ত পরিচালক উদয় হাকিম বলেন, নতুন কার্বোরেটর সংযোজনের ফলে ওয়ালটন বাইক এখন অনেক বেশি ফুয়েল ইফিসিয়েন্ট। এসব মোটরসাইকেল ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগ থেকে বাংলাদেশের আবহাওয়া ও রাস্তাঘাটের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষভাবে ডিজাইন করা।
প্রকৌশলী আশরাফুল আম্বিয়া জানান, ওয়ালটন মোটরসাইকেলে রয়েছে মোবাইল ইনডিকেটর, ডিজিটাল গিয়ার ডিসপ্লে, জ্বালানি নির্দেশক মিটার, দূরনিয়ন্ত্রণ যন্ত্র, হাইড্রোলিক গতিনিরোধক, চুরি নিরোধক সঙ্কেত ও প্রতিরোধক, এ্যালয়রিম এবং জ্বালানি সাশ্রয়ী ইউরো-৩ মানের ইঞ্জিন। এছাড়া বিভিন্ন শ্রেণীর ক্রেতা-ব্যবহারকারীর কথা চিন্তা করে ওয়ালটন মোটরবাইকে যুক্ত হয়েছে প্রিজম-১১০, এক্সপ্লোর-১২৫, স্টাইলেক্স-১০০ ও লিও -৯০ সিসির মোটরসাইকেল। এসব মোটরসাইকেলে রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা।
ওয়ালটনের মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস জানান, দেশব্যাপী বিস্তৃত আইএসও সনদপ্রাপ্ত বিশ্বমানের সার্ভিস নেটওয়ার্ক থেকে ২৪ ঘণ্টা বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। ক্রেতারা প্রয়োজনীয় যন্ত্রাংশও পাচ্ছেন এসব সার্ভিস সেন্টার থেকে। সর্বশেষ প্রযুক্তি ও কারিগরী কৌশলের মেলবন্ধন, জ্বালানি ও মুল্য সাশ্রয়ী এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণেই ক্রেতা-ব্যবহারকারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ওয়ালটন।
জানা গেছে, ওয়ালটন প্লাজা থেকে সহজ শর্তে কিস্তিতেও মোটরসাইকেল বিক্রি হচ্ছে। ওয়ালটন মোটরসাইকেল বিশ্বের ১৭টি দেশে রফতানি হচ্ছে। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষতা ও জ্বালানি সাশ্রয়ী পণ্য হিসেবে বিদেশেও ওয়ালটন মোটরসাইকেল সুনাম অর্জন করেছে।