আওয়ামী লীগের মহাসমাবেশে নির্বাচনী স্লোগান

আওয়ামী লীগের মহাসমাবেশে নির্বাচনী স্লোগান

রাজধানীর আরামবাগে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের মহাসমাবেশ। ঢাকা বিভাগীয় মহাসমাবেশে ব্যানার, মিছিল নিয়ে এরই মধ্যে দলে দলে যোগ দিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত আরামবাগসহ আশপাশের এলাকা।
আজ শনিবার (৪ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে মহাসমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যেকের মুখেই দলীয় স্লোগান। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনেকে স্লোগান দিচ্ছেন ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’।
দুপুর ২টা ১০ মিনিটে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয় শাহবাগ থানা আওয়ামী লীগ। শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মিজান মালিক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মহাসমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। এটি ঢাকা বিভাগীয় মহাসমাবেশ বলা হলেও ঢাকা শহরের নেতাকর্মীদের উপস্থিতি জানান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শাহবাগ থানা কমিটির পক্ষ থেকে হাজারো নেতাকর্মী নিয়ে এ সমাবেশ উপস্থিত হয়েছি।
একই সময় পৃথক ব্যানারে সমাবেশে যোগ দেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির নেতা শেখ জাহিদ বলেন, ঢাকা আওয়ামী লীগের যতগুলো বড় কর্মসূচি হয়, নারায়ণগঞ্জ থেকে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে সব সময় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতা আজ কয়েক হাজার নেতাকর্মী মহাসমাবেশ অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ শীর্ষ খবর