তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে দর্শকনন্দিত চলচ্চিত্র `উত্তরের সুর`।উৎসবগুলোর মধ্যে রয়েছে, `গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল`, `কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল` এবং `থার্ড আই বোম্বে ফিল্ম ফেস্টিভ্যাল`।
ভারতের এ তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে শাহনেওয়াজ কাকলী পরিচালিত `উত্তরের সুর`। এর মধ্যে আগামী ২৫ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এতে অংশগ্রহণ করতে আগামী ২৪ অক্টোবর ভারতে যাবেন পরিচালক কাকলী। এ ছাড়া আগামী মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর ডিসেম্বরে রয়েছে থার্ড আই বোম্বে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
গত মাসে `উত্তরের সুর` পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘উত্তরের সুর’ ছবির কাহিনীতে গ্রাম বাংলার মানুষের জীবন যাত্রার চিত্র ফুটিয়ে তুলেছেন পরিচালক কাকলী।
ছবির গল্পে দেখা যায় একজন গায়েনের জীবনচিত্র। গান পাগল চাঁন মিয়া তার মেয়ে আয়শাকে সঙ্গে নিয়ে দিন-রাত কাটায় পথে-ঘাটে। নানারকম মানুষের সঙ্গে তার চেনাজানা হয়। গায়েনের জীবনে ঘটা টুকরো টুকরো ঘটনা নিয়েই এগিয়ে যায় ছবির গল্প।
এছাড়া গত পহেলা বৈশাখে চ্যানেল আইতে `উত্তরের সুরে`র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।
এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন শাহনেওয়াজ কাকলী । এতে অভিনয় করেছেন লুসি তৃপ্তি গোমেজ, পল, শিশুশিল্পী মেঘলা এবং রংপুর থিয়েটারের নাট্যকর্মীরা।