কক্সবাজারে মন্দিরে হামলার ঘটনায় পরস্পরকে দোষারোপ করে বক্তব্যদানকারী সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ১৬১ ধারায় জবাবনবন্দী রেকর্ড চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রীম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়েও আবেদন করা হয়েছে।
রোববার সুপ্রীম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন এ আবেদন করেন।
আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন জানান, কক্সবাজারের ঘটনায় শাসক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে বিএনপির স্থানীয় এমপিকে এবং বিরোধী দলের নেতারা ওই ঘটনায় আওয়ামী লীগ নেতাদের জড়িত বলে বক্তব্য দেন। এই পরিপ্রেক্ষিতেই তাদের বক্তব্যগুলো ১৬১ ধারায় জবানবন্দী হিসেবে রেকর্ড করার জন্য আবেদন করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচাপরতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন।