লালপুরে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলকে অবাঞ্ছিত ঘোষণা

লালপুরে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলকে অবাঞ্ছিত ঘোষণা

বিএনপির কেন্দ্রীয় নেতা নাটোর-১ আসনের (লালপুর- বাগাতিপাড়া) সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে লালপুর উপজেলা বিএনপি।

শনিবার রাত ৮ টার দিকে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির এক মতবিনিময় সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় ।

মতবিনিময় সভায় গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে আহ্বায়ক ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফাকে সদস্য সচিব করে  ১০১ সদস্যের বিএনপি রক্ষা কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে মঞ্চুরুল ইসলাম জানান, সভায় পটলের প্রভাব বলয়মুক্ত বিএনপির কমিটি গঠনের লক্ষে আগামী নভেম্বরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৭ দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ফজলুর রহমান পটল এলাকায় আসেন না, দলীয় কোনো কাজে অংশ নেন না। ঢাকায় বসে গ্রুপিং করেন।

সভায় পটলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সবার মতামতের তোয়াক্কা না করে দলের জন্য ক্ষতিকর একক সিদ্ধান্ত, দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল সৃষ্টিসহ সংগঠনের শৃঙ্খলাবিরোধী গুরুতর নানা অভিযোগ আনা হয়।

রাজনীতি