বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লী‌গের সমাবেশ : কাদের

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লী‌গের সমাবেশ : কাদের

আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই। ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মস‌জি‌দের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌বে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ভেন্যু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা কিছু বলতে চাই না। সেটা পুলিশ জানে। অনুমতি দেওয়ার মালিক পুলিশ। অনুমতি দেওয়ার মালিক যারা, তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে? এটা তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরাও অনুমতি চেয়ে নিয়েছি।
সাংবা‌দিক‌দের অপর এক প্রশ্নের জবা‌বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এত কথার তো দরকার নেই। কথা একটাই ব‌লে‌ছি দুপু‌রে। দ্যা আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না। আমি যা বলেছি, ভালোটা বলেছি।
প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক চিঠিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের পরিবর্তে পৃথক দুইটি ভেন্যুর নাম প্রস্তাব করতে বলা হয়েছিল। তবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট ছাড়তে নারাজ জা‌নি‌য়ে বৃহস্প‌তিবার লি‌খিত জবাব দি‌য়ে‌ছে আওয়ামী লীগ।
এদিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ চিঠি পল্টন থানায় জমা দি‌য়ে‌ছে।

রাজনীতি শীর্ষ খবর