নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ দেশে বহু জাতি স্বত্বার লোক আছেন এবং সব জাতি গোষ্ঠীর লোকজনই এ দেশের নাগরিক।
তিনি বলেন, দেশের সব সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় উৎসব পালন ও অধিকারে বিশ্বাস করে- সেটাই আজকে প্রমাণ হয়েছে। কিন্তু আমরা জানি যে, একটা দুষ্টু চক্র আছে- যারা সাম্প্রদায়িকতার বিষবাক্য ছড়াতে চায়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
সোমবার রাতে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের এই অঞ্চলে হাজার হাজার বছর ধরে সব ধর্মের লোকজন এক সঙ্গে বসবাস করছেন। স্বাধীনতায় সকল ধর্মের মানুষের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। এই পবিত্র মাটিতে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিতে ও আনন্দে বসবাস করবে সেটিই আমাদের প্রত্যয়। যারা এই শান্তি বিনষ্ট করতে চায়- তাদের কঠিনভাবে প্রতিহত করা হবে।
এ সময় শিক্ষামন্ত্রী উপজেলার তেলির মোড় জগন্নাথ মন্দির, রায়ের বাজার দেওয়ান মন্দিরসহ বেশকিছু মন্দির পরিদর্শন এবং পূজামন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহল চৌধুরী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়াসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর