নাইজেরিয়ার একটি মসজিদে দুর্বৃত্তদের গুলিতে কমপক্ষে ২০ জন মুসল্লি নিহত হয়েছেন।
রোববার উত্তরাঞ্চলীয় প্রদেশ কাদুনার দোগো দাওয়ার একটি প্রত্যন্ত গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, মুসল্লিরা নামাজ শেষে বের হওয়ার সময় একদল বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করলে কমপক্ষে ২০ মুসল্লি নিহত হন।
স্থানীয় সরকারের কর্মকর্তা আবদুল্লাহি মোহাম্মদ হতাহতের খবর নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার সন্ত্রাস কবলিত অঞ্চলের মধ্যে কাদুনা অন্যতম। এ অঞ্চলে মুসিলম সশস্ত্র সংগঠন বোকো হারাম প্রায়ই হামলা করে থাকে। আর এসব হামলার শিকার মূলত খ্রিস্টান এবং সরকারি কর্মকর্তা, কার্যালয় এবং সেনা বাহিনী।
কিন্তু এভাবে মুসলিমদের ওপর হামলা খুবই বিরল ঘটনা। এ কারণে এ ঘটনা কারা ঘটিয়ে থাকতে পারে তা তাৎক্ষণিকভাবে কেউ অনুমান করতে পারছে না।