সর্বকালের শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। আর জীবিতদের মধ্যে কিংবদন্তী পদার্থবিজ্ঞানী বলে ধরা হয় স্টিফেন হকিংকে। কিন্তু এই দু’জনকেও ছাড়িয়ে গেলো মাত্র ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী!
অবশ্য আবিষ্কারে নয়, আইকিউ’তে। ব্রিটেনের এই স্কুল ছাত্রীর আইকিউ ১৬২!
অলিভিয়া ম্যানিং নামে এ বিস্ময়শিশুর বাস লিভারপুলে। এ অভাবনীয় স্কোর নিয়ে সে এখন জায়গা করে নিল পৃথিবীর সর্ববৃহৎ এবং প্রাচীন আইকিউ সোসাইটি মেনাসা’য়।
ব্রিটিশ দৈনিক মেইল বলছে, অলিভিয়ার আইকিউ জার্মান জিনিয়াস আইনস্টাইন এবং ব্রিটিশ লিজেন্ড স্টিফেন হকিংয়ের চেয়ে দুই পয়েন্ট ওপরেই শুধু নয় সে এখন বিশ্বের এক শতাংশ বুদ্ধিমানদের মধ্যে শীর্ষস্থানীয়।
এভারটনের স্কুল নর্থ লিভারপুল অ্যাকাডেমিতে অলিভিয়া এখন রীতিমত সেলিব্রেটি বনে গেছে। এর অনুভূতি জানাতে গিয়ে অলিভিয়া বলে, “হোমওয়ার্ক করে নেওয়ার জন্য এখন আমার কাছে লোকেদের ভীড় জমে যাচ্ছে। আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আর পছন্দ করি চিন্তা করতে।”