জেমস-দ্য রক লিজেন্ড

জেমস-দ্য রক লিজেন্ড

এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে ঈদুল আজহার বিশেষ মিউজিক্যাল শো ‘জেমস- দ্য রক লিজেন্ড’।

নওশীন নাহরীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের লিজেন্ড ব্যান্ড সিঙ্গার জেমসের একক পরিবেশনা।

বসুন্ধরা সিটির এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠানের চিত্র ধারণ করা হয়েছে। তার গাওয়া জনপ্রিয় ৮টি গান শুনতে পাবেন দর্শকরা।

মীরাবাঈ, তারায় তারায় রটিয়ে দেব, দিওয়ানা মাস্তানা, সুলতানা বিবিয়ানা এবং হিন্দি চাল চালেসহ জনপ্রিয় গানগুলো দর্শকদের জন্য গেয়েছেন জেমস। গানের পাশাপাশি আলাপচারিতায় মেতেছিলেন শিল্পী।

তার গৌরবময় সঙ্গীত জীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে একান্ত ভাবনার কথাগুলোও দর্শকরা জানতে পারবেন ‘জেমস- দ্য রক লিজেন্ড’ অনুষ্ঠানের মাধ্যমে।

বিনোদন