আবারও মামলার বেড়াজালে বিপাকে পড়লেন পাতৌদি পরিবারের ছোট নবাব সাইফ আলী খান। এ বছরের ফেব্রুয়ারিতে এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মাকে অপমানের দায়ে সাইফের বিরুদ্ধে মামলায় আদালতে চার্জশিট প্রদান করতে যাচ্ছে ভারতের কোলারা পুলিশ। আর চার্জশিট দেওয়া হচ্ছে সাইফের বিরুদ্ধে।
গত ফেব্রুয়ারিতে তাজমহল হোটেলে সাইফ আলী খান এনআরআই ব্যবসায়ী ইকবাল শর্মার সাথে বাকবিতণ্ডায় জডিয়ে পড়েন। এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এরপর ইকবাল শর্মার মামলায় জেলে পর্যন্ত যেতে হয় সাইফকে। সেখান থেকে ১৫ হাজার রুপি মুচলেকায় জামিনে ছাড়া পান তিনি। তারপর থেকে মামলার তদন্ত অব্যাহত থাকে।
তদন্তে ঘটনাস্থলে উপস্থিত সকলের সাক্ষ্যগ্রহণ শেষ করে পুলিশ সাইফ আলী খানের বিরুদ্ধে ভারতীয় আইনের ৩২৩ ধারা, ৩২৫ ধারা ও আইপিসির ৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র তৈরি করেছে। অভিযোগপত্রটি আদালতে দাখিল করার পর মামলার যেকোন শুনানিতে আদালতে সাইফকে উপস্থিত থাকতে হবে।
আর আদালতে উপস্থিত থাকাই সাইফ আলী খানের জন্য বিপদের কারণ হয়ে দাড়িয়েছে। কারণ সাইফ আলী খান ও কারিনা কাপুরের মধ্যে বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ অক্টোবর।
বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে কোন কারণে যেন মামলা বাধা না হয়ে দাঁড়ায় সেই প্রত্যাশা করছেন তাদের ভক্তরা। সাইফও সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তার আইনজীবীর মাধ্যমে।