রাষ্ট্রীয় পর্যায়ে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা প্রয়োজন: জিএম কাদের

রাষ্ট্রীয় পর্যায়ে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা প্রয়োজন: জিএম কাদের

বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, “শাস্ত্রীয় সঙ্গীত সঙ্গীতের মূল ভিত্তি। তাই রাষ্ট্রীয় পর্যায়ে এটির চর্চা হওয়া প্রয়োজন।”

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে উচ্ছ্বাস ললিতকলা একাডেমী আয়োজিত ‘জীবনে সঙ্গীতের উচ্ছ্বাস’ শীর্ষক সঙ্গীত পরিবেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “এর আগে রাষ্ট্রীয় পর্যায়ে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা খুব একটা হয়নি। যেহেতু এটি সঙ্গীতের মূল ভিত্তি  তাই ভারতের পাশাপাশি বাংলাদেশেও এটি রাষ্ট্রীয় পর্যায়ে চর্চা হওয়া দরকার।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উচ্ছ্বাস ললিত কলা একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরীফা কাদের বলেন, “শাস্ত্রীয় সঙ্গীত সঙ্গীতের মূল স্তম্ভ। তাই এটি প্রচার প্রসারের উদ্দেশ্যেই এ উদ্যোগ।”

অতিথিদের বক্তব্যের শেষে সঙ্গীত পরিবেশন করে ললিত কলা একাডেমীর শিক্ষার্থীরা। এরপর ওস্তাদ হারুন অর রশিদ একের পর এক খেয়াল, ঠুমরি ও গজল গেয়ে আমন্ত্রিতদের মুগ্ধ করেন।

বাংলাদেশ বিনোদন রাজনীতি শীর্ষ খবর