ঢাকায় বিশ্বব্যাংকের পর্যবেক্ষক টিম

ঢাকায় বিশ্বব্যাংকের পর্যবেক্ষক টিম

বহুল আলোচিত পদ্মাসেতুর দুর্নীতির সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ তালিকা এবং দুর্নীতির নথিপত্র নিয়ে রোববার রাত সোয়া ২টায় ঢাকায় এসে পৌছেছে বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল।

বিশ্বব্যাংকের এ পর্যবেক্ষক টিমটি ব্যাংকক এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল বিমানবন্দরে এসে পৌছান।।

এর কিছুক্ষণ পরই ২.৫৫ মিনিটে দুটি সাদা রঙের গাড়ি যোগে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল হয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায় পর্যবেক্ষক টিমটি। এসময় বিভিন্ন মিডিয়ার উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে কোনো কথা না বলেই চলে যায়।  Airport-badal

এ টিমের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস মোরেনো ওকাম্পো, সঙ্গে রয়েছেন টিমথি টং ও রিচার্ড ওন্ডারম্যান। তারা ১৬ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

“৫ অক্টোর পদ্মাসেতুর দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে এ প্যানেল গঠনের ঘোষণা দেয় বিশ্বব্যাংক। প্যানেলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে পদ্মাসেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন প্রসঙ্গ।”

দুদক সুত্র জানিয়েছে “দুর্নীতির অভিযোগ সম্পর্কে বিগত দিনে দুদককে যৎসামান্য তথ্য দিয়েছে বিশ্বব্যাংক। এবার বিশ্বব্যাংকের কাছে থাকা সব ধরনের তথ্য, নথিপত্র হস্তান্তর করবে তারা।“

রোববার প্যানেলের ৩ বিশেষজ্ঞ প্রথমে বৈঠক করবেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান, কমিশনার (অনুসন্ধান) মো. বদিউজ্জামান, কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিনের সঙ্গে। এরপর বৈঠক করবেন দুদকের অনুসন্ধান কমিটির সঙ্গে।

বাংলাদেশ