বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাত দিনের সফরে চীন যাচ্ছেন। আগামী রোববার বাংলাদেশ থেকে রওনা হয়ে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রাতযাপন করবেন। পরদিন সকালে তিনি চীন যাবেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র শুক্রবার এ খবর নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রোববার বেলা ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ৩২২ নম্বর ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন খালেদা জিয়া। ওই দিন ব্যাংককে পৌঁছে তিনি রাতযাপন করবেন। একই ফ্লাইটে সোমবার সকাল ১০টা নাগাদ তিনি চীনে পৌঁছাবেন।
১৯ অক্টোবর চীন থেকে ফের ব্যাংকক আসবেন বিএনপি প্রধান। সেখান থেকে ২০ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
চীন সফরে খালেদা জিয়ার সফরঙ্গী হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস-চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
চীন সফরে খালেদা জিয়া দু’দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সে দেশের সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ওই সব বৈঠকে দু’দলের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে বিএনপি সূত্র।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালে সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন বিএনপি প্রধান।