মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা ও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে রাজধানীবাসীর জন্য তফসিলি ব্যাংকের ১১টি শাখা থেকে বিশেষ ব্যবস্থায় নতুন টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার এ কার্যক্রম শুরু হবে।
একই সঙ্গে অতিরিক্ত নগদ টাকার চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক নতুন নোট সরবরাহের উদ্যোগ নিয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের ঢাকা অফিসসহ অন্যান্য শাখা থেকে নতুন এ নোট সরবরাহ শুরু হবে। ঈদের আগের কার্যদিবস পর্যন্ত নোট সরবরাহ চলবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, ‘‘প্রতি বছর কোরবানির ঈদ ও দুর্গা পূজা উপলক্ষে বিপুল পরিমাণ নগদ টাকার চাহিদা বেড়ে যায়। এ বছর আমরা প্রায় ২০ হাজার কোটি টাকার চাহিদা পেয়েছি শাখাগুলো থেকে।’’
তিনি জানান, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১১টি শাখা থেকে রাজধানীবাসীর কাছে নতুন নোট সরবরাহ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যে সব শাখা থেকে নতুন নোট প্রদান করা হবে: অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখা, সোনালী ব্যাংক রমনা শাখা, জনতা ব্যাংক নিউমার্কেট শাখা, অগ্রণী ব্যাংক এলিফ্যান্ট রোড শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি শাখা, সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ শাখা, ডাচ-বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথ-ইস্ট ব্যাংকের কারওয়ানবাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ শাখা এবং ইসলামী ব্যাংকের যাত্রাবাড়ী শাখা।
প্রসঙ্গত, ঈদ ও পূজাকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক চলতি মাসে মোট ২০ হাজার কোটি টাকার নোট সরবরাহ করবে। এর মধ্যে ৮ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে।