লালন সাঁই`র ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও ব্যবস্থাপনায় আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত একাডেমী প্রাঙ্গণে “লালন উৎসব-২০১২” আয়োজন করা হয়েছে ।
এর আগে ১৪ অক্টোবর দুপুর ১২.০০টায় একাডেমীর মহাপরিচালকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সেখানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি মহিউদ্দিন খান আলমগীর এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী, বিশেষ অতিথি সুরাইয়া বেগম, এনডিসি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল জলিল এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আলোচনা শেষে একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী কিরণ চন্দ্র রায়, চন্দনা মুজমদার, অনিমা মুক্তি গমেজ ও সমীর বাউল। সমবেত সঙ্গীত পরিবেশন করবে `ঢাকা সাংস্কৃতিক দল` এবং সবশেষে থাকছে `লালন ব্যান্ড` এর পরিবেশনা।
উৎসবে ১৫ অক্টোবর একাডেমী প্রাঙ্গণে প্রদর্শিত হবে `অচিন পাখি`, ১৬ অক্টোবর `মনের মানুষ`, ১৭ অক্টোবর `লালন` এবং ১৮ অক্টোবর আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একাডেমী প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টা থেকে অনুষ্ঠান শুরু হবে।