এক সপ্তাহ আগে পুঁজিবাজারে দর বৃদ্ধির শীর্ষ দশে অবস্থান করার পাশাপাশি লেনদেনেও প্রাধান্য লক্ষ্য করা গেছে। কিন্তু, ঠিক এক সপ্তাহ পড়েই উল্টো অবস্থান লক্ষ্য করা গেছে মিউচ্যুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে। এ সপ্তাহে দর কমার শীর্ষ তালিকায় অধিকাংশ প্রতিষ্ঠানই ছিল মিউচ্যুয়াল ফান্ড।
সদ্য সমাপ্ত সপ্তাহের বাজার বিশ্লেষণে এ তথ্য ফুটে উঠেছে।
দেখা গেছে, ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর দর হ্রাসের শীর্ষ দশের তালিকার ৯টিই ছিল মিউচ্যুয়াল ফান্ড। ওই দর হারানো প্রতিষ্ঠানগুলো হল- এআইবিএল প্রথম ইসলামি মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার প্রথম মিউচ্যুয়াল ফান্ড, প্রথম গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এইমস প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও প্রামীণ ওয়ান: স্কিম টু।
এর পরের কার্যদিবস সোমবার দর হারানোর শীর্ষ তালিকায় ছিল- প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামি মিউচ্যুয়াল ফান্ড-১, পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এবিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড।
মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার যে সকল মিউচ্যুয়াল ফান্ড দর হারানোর শীর্ষে ছিল সেগুলো হল- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, পিএফ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, প্রথম প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এসইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এইমস প্রথম মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান: স্কিম টু, সপ্তম আইসিবি, পঞ্চম আইসিবি, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
আর এরআগে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সপ্তাহে মিউচ্যুয়াল ফান্ডগুলোর ঠিক উল্টো চিত্র লক্ষ্য করা গেছে। ওই সপ্তাহে মোট ৩৫টি কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে ছিল।
এরমধ্যে ২৪টিই ছিল মিউচ্যুয়াল ফান্ড, আর বাকি ১১টি ছিল অন্যান্য খাতের প্রতিষ্ঠান।
ওই সপ্তাহে দর বৃদ্ধি শীর্ষ দশে থাকা মিউচ্যুয়াল ফান্ডেগুলো হল- এনসিসিবি এল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান, দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ স্কিম-২, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও প্রথম প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।
এ তালিকায় থাকা আরো কোম্পানি হল- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, গ্রামীণ-১, এইমস প্রথম মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ার্স প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান: স্কিম-১, এসইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, প্রথম বিএসআরএস এবং আইসিবি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।
মূলত মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লভ্যাংশ হিসেবে দেওয়া যাবে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা ২০০১-এর এমন সংশোধনী হচ্ছে এ খবরে মিউচ্যুয়াল ফান্ডগুলো বেশ প্রাধাণ্য লক্ষ্য করা গিয়েছিল ওই সপ্তাহে। দর বৃদ্ধি পেয়ে অভিহিতমূল্যের নিচে থাকা মিউচ্যুয়াল ফান্ডগুলোর দর অভিহিত মূল্যের ওপর উঠে আসে। এতে সম্পদমূল্যের নিচে থাকা মিউচ্যুয়াল ফান্ডগুরোর দর, সম্পদমূল্যের অনেক ওপরে উঠে আসে।
এদিকে দীর্ঘদিন ধরে মিউচ্যুয়াল ফান্ডে মন্দার কারণে মিউচ্যুয়াল ফান্ডের অনেক প্লেসমেন্টধারীরা তা বিক্রি করতে পারছিল না। কিন্তু, সদস্য সমাপ্ত সপ্তাহের আগের কয়েক সপ্তাহে পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ডগুলো বেশ চাঙ্গা থাকাতে প্লেসমেন্টধারীরা বিপুল পরিমাণ ইউনিট বিক্রি করেছে। আর এর প্রভাবেই মিউচ্যুয়াল ফান্ডগুলোর দরপতন হয় বলে জনিয়েছেন ডিএসই সূত্র।