যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগ দিয়ে অনুষ্ঠিত আকর্ষণীয় প্রেসিডেন্সিয়াল ডিবেটের দ্বিতীয় পর্বে মুখোমুখি হন দুই দলের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও পল রায়ান।
বৃহস্পতিবার রাতে কেন্টাকির ডানভিলে প্রতিদ্বন্দ্বী দুই দলের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পরস্পরের বিরুদ্ধে মৌখিক লড়াইয়ে অবতীর্ন হন। বির্তক অনুষ্ঠানটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেন এবিসি টেলিভিশনের প্রখ্যাত সাংবাদিক মার্থা রাডেজ।
বৃহস্পতিবার রাতের বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীই জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, কর ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি অপরের যুক্তি খ-ন করেন।
তবে বিতর্ক অনুষ্ঠানে ডেমোক্রেট দলীয় জো বাইডেন সাবলীলভাবে বারাক ওবামা প্রসঙ্গে প্রতিপক্ষ পল রায়ানের বিভিন্ন আক্রমণ প্রতিহত করেন। জো বাইডেনের উপস্থাপিত যুক্তি ও ভাষা প্রয়োগের বিরুদ্ধে অপেক্ষাকৃত তরুণ পল রায়ান ছিলেন অনেকটাই নিষ্প্রভ।
আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে অনুষ্ঠেয় একমাত্র বিতর্ক অনুষ্ঠানটি ঘিরে মানুষের ছিলো ব্যাপক কৌতূহল। ঘণ্টাব্যাপী এ প্রাণবন্ত বির্তকটি উপভোগ করেন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের কোটি কোটি টেলিভিশন দর্শক।