দ্বিতীয় রাউন্ডেও অবস্থান ধরে রেখেছেন সিদ্দিকুর

দ্বিতীয় রাউন্ডেও অবস্থান ধরে রেখেছেন সিদ্দিকুর

ভেনেশিয়ান ম্যাকাও ওপেনে দ্বিতীয় রাউন্ডেও লিডার বোর্ডে আগের অবস্থান ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে তিন শট কম নিয়ে যৌথভাবে চতুর্থস্থানে রয়েছেন দেশসেরা গলফার।

ম্যাকাও গলফ অ্যান্ড কাউন্ট্রি ক্লাবে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে ৬৬ শটে খেলেছিলেন সিদ্দিকুর। শুক্রবার দ্বিতীয় রাউন্ড শেষ করতে দুটি শট বেশি খেলতে হয়েছে। এই রাউন্ড আগের চেয়ে একটু কঠিন ছিলো। যে কারণে আগের দিনের সেরা দশের মাত্র একজন সিদ্দিকুরের চেয়ে কম শটে খেলেছেন। এমনকি শীর্ষস্থান ধরে রাখা ভারতের গগনজিৎ ভুলারও খেলেছেন ৬৮ শটে। যিনি দুই রাউন্ড খেলে সবমিলিয়ে পারের চেয়ে ১১শট এগিয়ে আছেন।

দ্বিতীয় রাউন্ডে তৃতীয়, অষ্টম, দশম ও একাদশ হোলে বার্ডি আদায় করেন ২০১০ সালের ব্রুনাই ওপেনজয়ী বাংলাদেশী গলফার। পঞ্চম হোলে বগি পেয়েছেন। যেটা না পেলে যৌথভাবে দ্বিতীয় সেরার আসনে যেতে পারতেন সিদ্দিকুর। ৬৮ শটে খেলে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৮ শট এগিয়ে আছেন এশিয়ান অর্ডার অব মেরিটে নবমস্থানে থাকা ২৭ বছরের এই গলফার।

সাড়ে সাত লাখ ডলারের টুর্নামেন্টটিতে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছে থাইল্যান্ডের দুই প্রতিযোগী প্রম মেসাওয়াত ও থিটিফুন চুয়াইপ্রাকং। দ্বিতীয় রাউন্ডে মেসাওয়াত ৬৮ শটে খেলেছেন। অন্যদিকে ৬৬ শটে খেলে আগের রাউন্ডের অষ্টমস্থান থেকে এক লাফে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন চুয়াইপ্রাকং। উভয়েই সবমিলিয়ে পারের চেয়ে ৯শট এগিয়ে আছেন।

খেলাধূলা