দুই বছর পর জাতীয় দলে ফিরে সামর্থ্যরে প্রমাণ দিলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাকা। তার প্রত্যাবর্তনের ম্যাচে ইরাককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিল।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সওয়েব্যাঙ্ক স্টেডিয়ামে ব্রাজিলের পারফরমেন্সের আগুনে পুড়েছে যুদ্ধবিধস্ত ইরাক। তাদের জালে গুনে গুনে ছয়বার বল পাঠিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। মূলত অভিজ্ঞ ও তরুণদের মিশেলে সাজানো মেনো মেনেজেসের একাদশের বিপক্ষে অসহায় ছিলো ইরাক।
নেইমার ও কাকাদের বিপক্ষে ২২ মিনিট পর্যন্ত দারুণ খেলেছে ব্রাজিলের সাবেক গ্রেট জিকোর তত্ত্বাবধানে থাকা ইরাক। এরপরই দৃশ্যপটের পরিবর্তন হয়। নেইমারের বাড়িয়ে দেওয়া বলে দুর্দান্ত শটে ইরাকের জালে বল পাঠান ওস্কার। এই অর্ধে গোল না পেলেও উদীয়মান তারকাদের সঙ্গে ভালোভাবেই নিজেকে মানিয়ে নিতে পেরেছেন দুই বছর পর দলে ফেরা কাকা। তার প্রমাণও দিলেন। ২৭ মিনিটে তার ক্রস থেকেই জোড়া গোল করেন চেলসির তারকা ওস্কার। প্রথমার্ধে ২-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর বিচ্ছিন্ন দু’একটি আক্রমণ করলেও শৃঙ্খল ব্রাজিলের বিপক্ষে পেরে উঠেনি ইরাক। এই অর্ধে তাদের জালে আরও চারবার বল পাঠায় মানো মেনেজেসের শিষ্যরা। একটি করে গোল করেন সান্তোসের নেইমার, রিয়ালের কাকা, হাল্ক ও লুকাস মোরা।
শিষ্যদের পারফরমেন্সে দারুণ খুশি মেনেজেস। বলেন, ‘দল খুবই ভালো খেলেছে। প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ছয়বার। আপাতত এটাই যথেষ্ট।’ ২০০৭ সালের এশিয়ান ন্যাশন্স কাপের শিরোপা জয়ী ইরাকের বিপক্ষে প্রথম বারের মতো খেলেছে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল।