গভীর রাতে পাপনের বাসায় সাকিব-হাথুরুর দেড় ঘণ্টার বৈঠক

গভীর রাতে পাপনের বাসায় সাকিব-হাথুরুর দেড় ঘণ্টার বৈঠক

বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণার আগের রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার রাতে বিসিবি প্রেসিডেন্টের বাসায় প্রবেশ করেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক শেষে রাত পৌনে ১টার দিকে বেরিয়ে যান তারা।

তবে এ সময় গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি কোচ ও অধিনায়ক।
বৈঠকে দল গঠন নিয়ে শেষ সময়ের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও দেশ সেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরি ও সেই সাথে সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে এমন গুঞ্জনও আছে ক্রিকেটে।

খেলাধূলা শীর্ষ খবর