শুক্রবার ১২ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সূত্র জানায়, টাঙ্গাইল-৩ আসনে উপ-নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের জন্যই এ সভা আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে এ আসনটি খালি হয়। আগামী ১৮ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে এই সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ দিকে আগামী ১৩ অক্টোবর শনিবার আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আহ্বান করা হয়েছে। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের জাতীয় কমিটির মোট সদস্য ১৬৬ জন। প্রত্যেক জেলা থেকে নির্বাচিত এক জন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও দলের সভাপতি মনোনীত ২১ জন এই জাতীয় কমিটির সদস্য।
জাতীয় কমিটির এই সভায় কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।