মিরপুরের উইকেট প্রসঙ্গে গামিনিকে টানলেন পোথাস

মিরপুরের উইকেট প্রসঙ্গে গামিনিকে টানলেন পোথাস

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টির বাধায় শেষপর্যন্ত ম্যাচটিতে কোনো ফল আসেনি। ৩৩.৪ ওভার ব্যাট করলেও, অবশ্য ব্যাটিং বিপর্যয় দেখেছে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টিতে খেলা আর মাঠে গড়ায়নি। তবে আলোচনা চলছে মিরপুরের উইকেট নিয়ে। প্রথম ওয়ানডে ম্যাচের উইকেট দেখে আন্দাজ করা যায় এটা কোনোভাবেই বড় রানের উপযোগী নয়।

বিশ্বকাপের আগে তাই এমন উইকেটে খেলা কতটা কাজে দেবে তা নিয়ে দ্বিধান্বিত কোচ নিক পোথাস, ‘আমরা পিচকে রেট করছি না। গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। পিচ বড় জোর দুই ঘণ্টা রোদ পেয়েছে। আপনি এতে আর কি আশা করেন? গামিনির (প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা) পক্ষে তো মিরাকল ঘটানো সম্ভব না। আমার মনে হয়েছে এই সময়ে তিনি যথেষ্ট ভালো কাজ করেন।’

পরের ম্যাচ অন্য উইকেটে খেলা হলে একাদশে বদল আসতে পারে বলে জানালেন পোথাস, ‘পরের উইকেটটি ভিন্ন হতে পারে। এমন হলে দলের সমন্বয় ভিন্ন হতে পারে। লম্বা সময় ধরে বৃষ্টি হচ্ছে, গামিনি ও তার দল অসাধারণ কাজ করেছে।’

এর আগে খেলা পরিত্যক্ত হওয়ার আগপর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। আগামীকাল (শনিবার) দুপুর ২টায় সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

খেলাধূলা শীর্ষ খবর