রাজধানীতে ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন

রাজধানীতে ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন

রাজধানীতে বাংলাদেশ ট্রাভেল অ্যা- ট্যুরিজম ফেয়ার শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মণি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘পর্যটন শিল্প একটি দেশের বিশেষ উন্নতিতে অবদান রাখে। তবে এটি অর্থনীতির চেয়ে অনেক বড় কিছু। পর্যটন মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়ায় এবং এটি পৃথিবীর কাছে বাংলাদেশের একটি বিশেষ ভাবমূর্তি তুলে ধরে বলে মনে করি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খুরশিদ আলম চৌধুরি। এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ফিলিপাইনের রাষ্ট্রদূতবৃন্দ।

আয়োজকরা জানান, মেলায় মোট ২০৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৪০টি স্টল বিদেশি এবং বাকি ১৬৯টি স্টল দেশি। মেলা চলবে ১৩ তারিখ পর্যন্ত।

অর্থ বাণিজ্য