হেনরীর সম্পদ জানতে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নোটিশ দুদকের

হেনরীর সম্পদ জানতে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নোটিশ দুদকের

সোনালী ব্যাংকের সদ্য বিদায়ী পরিচালক জান্নাত আরা তালুকদার হেনরীর অবৈধ সম্পদ
অনুসন্ধানে ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকসহ সকল বাণিজ্যিক ব্যাংক, অর্থ মন্ত্রনালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্টান বিভাগকে নোটিস পাঠানো হয়। দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া হেনরীর গাড়ির সংখ্যা জানতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), হেনরীর প্লট-ফ্ল্যাটের সংখ্যা জানতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং হেনরি সম্পর্কে জানতে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয় ও সিরাজগঞ্জ জেলা রেজিস্টারের কার্যালয়েও নোটিস দিয়েছে দুদক।

হেনরীর সম্পদের অনুসন্ধানে প্রধান অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক জাহাঙ্গির আলম স্বাক্ষরিত নোটিস বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়।

জাহাঙ্গির আলম বাংলানিউজকে বলেন, ‘বিভিন্ন তথ্য জানতে কয়েকটি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।’

হেনরীর জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য গত ৩০ সেপ্টেম্বর  দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেয় দুদক।

অর্থ বাণিজ্য বাংলাদেশ