এশিয়া কাপের ফাইনাল মিশনে আজ পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি

এশিয়া কাপের ফাইনাল মিশনে আজ পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা। ভারতের কাছে বিধ্বস্ত হয়ে নেট রান রেটে পিছিয়ে আছে পাকিস্তান। ফাইনাল খেলতে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই বাবর-রিজওয়ানদের। অন্যদিকে, ঘরের মাঠে পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।
পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায়।

সুপার ফোরে পাকিস্তানের পর শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সেইসঙ্গে বিদায় ঘন্টা বেজেছে বাংলাদেশের। একটি করে ম্যাচ জিতে পাকিস্তান-শ্রীলঙ্কা সমানে সমান। তাই তাদের তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত সেমিফাইনালে।
নিজ মাটিতে বাংলাদেশকে হারিয়ে খেলা শুরু পাকিস্তানের। শ্রীলঙ্কায় এসে দেখতে হয়েছে মুদ্রার উল্টো পিঠ। চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে লজ্জার হার। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে মনস্তাত্বিকভাবে তাই পিছিয়ে পাকিস্তানিরা।
দলেও রয়েছে ইনজুরি সমস্যা। গেল ম্যাচে চোট পেয়েছে পেইস ডিপার্টমেন্টের সেরা দুই তারকা হারিজ রউফ ও নাসিম শাহ। এই ম্যাচে তাদের বদলে মাঠে নামবেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জামান খান।
ফাইনাল নিশ্চিতে জয় ছাড়া কোনো পথই খোলা নেই পাকিস্তানের। গেল ম্যাচের ভুল শুধরাতে বদ্ধ পরিকর শাহীন-ইমামরা। ১১ বছর পর এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এগিয়ে যেতে সর্বোচ্চ দিয়ে লড়াই করতে তাই মরিয়া পাকিস্তান।
এদিকে, গেল বছর এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। নিজেদের ৬তম শিরোপা জয়ের পথেও ভালোভাবে এগিয়ে আছে লঙ্কানরা। শেষ ম্যাচে ভারতের কাছে তীরে এসে তরী ডুবলেও পাকিস্তানের বিপক্ষে সে ভুল করতে চায়না শ্রীলংকা।

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিতেই চোখ দাসুন শানাকার দলের।

খেলাধূলা শীর্ষ খবর