সিমোনা হালেপকে ৪ বছরের নিষেধাজ্ঞা

সিমোনা হালেপকে ৪ বছরের নিষেধাজ্ঞা

মাদকাসক্তির কারণে দুদিন আগে ‘অস্থায়ীভাবে’ নিষিদ্ধ হয়েছেন ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা। এবার একই অপরাধে চার বছরের নিষেধাজ্ঞার কবলে পড়লেন দুই বারের গ্র্যান্ড-স্ল্যামজয়ী টেনিস তারকা সিমোনা হালেপ।
সিমোনা মেয়েদের টেনিস র‌্যাংকিংয়ে সাবেক ১ নম্বর খেলোয়াড়। গতকাল মঙ্গলবার ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ) নিষিদ্ধ ঘোষণা করে।
তারা জানায়, ৩১ বছর বয়সী রোমানিয়ান তারকা ‘ইচ্ছাকৃতভাবে’ ডোপিং–বিরোধী নীতিমালা ভেঙেছেন। খেলাধুলায় নিষিদ্ধ উপাদান রোক্সাডাস্টট্যাট নেওয়ায় গত বছর ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন হালেপ। গত মে মাসে তিনি অন্য একটি ডোপিং নীতিমালা ভাঙার দায়েও অভিযুক্ত হন, যে কারণে তার ‘বায়োলজিক্যাল অ্যাথলেট পাসপোর্টে’ অনিয়ম ধরা পড়েছিল।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল হালেপকে।

খেলাধূলা শীর্ষ খবর