মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে কর ফাঁকি ও আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত করতে ২৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আবেদন করা হবে। স্থানীয় সময় বুধবার আদালতে দাখিল করা এক নথিতে কৌঁসুলিরা এ কথা জানান।
বুধবার এ তথ্য জানিয়েছেন একজন প্রসিকিউটর। পাঁচ বছর ধরে বাইডেনের ছেলের বিরুদ্ধে তদন্ত করা বিশেষ কৌঁসুলি ডেভিড ওয়েইস বলেছেন, একটি গ্র্যান্ড জুরি আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় হান্টারকে অভিযুক্ত করবে।
হান্টার বাইডেন ২০১৭ ও ২০১৮ সালে ১৫ লাখ ডলারের বেশি আয়ের কর বিবরণী জমা দিতে ব্যর্থ হন।