রাজধানীতে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০১২ শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ নিয়ে চতুর্থবারের মতো আয়োজিত মেলাটি চলবে তিনদিন। এবারের মেলার স্লোগান ‘আঞ্চলিক পর্যটনই পর্যটন বিকাশের চাবিকাঠি’।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করেছে।
মেলায় মোট ২০৯টি স্টল থাকবে। এর মধ্যে দেশি ১৬৯টি এবং বিদেশি স্টল থাকবে ৪০টি। দেশীয় পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটরেরা ছাড়া মেলায় অংশ নিচ্ছে ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, ফিলিপাইন, গ্রিস, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে। মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা।