২০১২ সালের রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই গবেষক। তাদের দু’জনের গবেষণার বিষয় ছিলো শরীরের শত কোটি কোষের ওপর পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব।
নোবেল বিজয়ী রবার্ট লেফকুইজ এবং ব্রায়ান কবিলকা দুজনেই নোবেল কমিটির স্বীকৃতির পাশাপাশি পুরস্কার বাবদ প্রাপ্ত ১২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ ভাগাভাগি করে নেবেন।
বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণার আগে গত সোমবার চিকিৎসা শাস্ত্র ও মঙ্গলবার পদার্থে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
যুক্তরাষ্ট্রের নাগরিক রবার্ট জে লেফকুইজ জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালে নিউইয়র্কে। ১৯৬৬ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে হাওয়ার্ড হগস মেডিকেল ইন্সটিটিউটে অনুসন্ধানী গবেষক হিসেবে কর্মরত আছেন তিনি।
অপর নোবেল বিজয়ী কবিলকা ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনে মলিকুলার অ্যান্ড সেলুলার ফিসিওলজি বিভাগে অধ্যাপনা করছেন তিনি।