১৬ জানুয়ারি বিএনপির যৌথসভা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল সফল করার লক্ষ্যে যৌথসভা ডেকেছে সংগঠনটি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার ১৬ জানুয়ারি সকাল ১১টায় এই সভা হবে।

যৌথসভায় দলের যুগ্ম-মহাসচিব, সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগরের আহ্বায়ক, সদস্যসচিব, ঢাকা মহানগরের নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরা, বৃহত্তর ঢাকার ছয় জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে দলটি সূত্রে জানা গেছে।

বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৯ জানুয়ারি রোডমার্চ শেষে চট্টগ্রামের জনসভায় খালেদা জিয়া ২৯ জানুয়ারি ঢাকাসহ বিভাগীয় ও জেলা সদরে গণমিছিল কর্মসূচির ঘোষণা দেন। গণমিছিলের পূর্বপ্রস্তুতি হিসেবেই এই যৌথসভা।

রাজনীতি শীর্ষ খবর