বিশ্বে প্রতি আটজনে একজন ক্ষুধার্ত: জাতিসংঘ

বিশ্বে প্রতি আটজনে একজন ক্ষুধার্ত: জাতিসংঘ

বিশ্বে প্রতি ৮ জন মানুষের মধ্যে ১ জনই ক্ষুর্ধাত থাক‍ার পাশাপাশি ধারাবাহিকভাবে অপুষ্টিতে ভুগছেন বলে গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানায় জাতিসংঘের খাদ্য সংস্থা ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এসোসিয়েশন(ফাও)।

২০০৭-২০০৮ সাল থেকে বিশ্বে খাদ্যমূল্য ক্রমাগতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে সর্তক করে দেয় সংস্থাটি।

বিশ্বের ঝুঁকিপূর্ণ খাদ্য নিরাপত্তার উপর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্বে ৮৬ কোটি ৮০ লাখ মানুষ ক্ষুর্ধাত থাকে। শতাংশের দিক থেকে যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ দশমিক ৫ শতাংশ।

১৯৯০ থেকে ১৯৯২ সালে অবশ্য এই সংখ্যা ছিলো ১শ’ কোটির মতো। শতাংশের দিক থেকে যা ছিলো ১৮ দশমিক ৬ শতাংশ।

ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মহাপরিচালক জোস গ্রাজিয়ানো দ্যা সিলভা বলেন, ‘এটা সুখবর যে বিশ্বে ক্ষুর্ধাত মানুষের সংখ্যা আগের তুলনায় কমেছে, তবে এখনো বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন ক্ষুর্ধাত থাকছে, এবং অবশ্যই এটি উদ্বেগজনক।’

যেহেতু বর্তমানে খাদ্য ‌উৎপাদনে ঘাটতি নেই তাই এত বেশি সংখ্যক মানুষ ক্ষুর্ধাত থাকাটা অনাকাঙ্খিত বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক