জাতীয় দল থেকে বাদ পড়লেন সুয়ারেজ-কাভানি

জাতীয় দল থেকে বাদ পড়লেন সুয়ারেজ-কাভানি

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে অভিজ্ঞ দুই স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে বাদ দিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েসলা।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা কনমেবল অঞ্চলের বাছাইপর্বে শুক্রবার চিলিকে আতিথ্য দিবে। চারদিন পর কুইটোতে ইকুয়েডরের মুখোমুখি হবে।
এ পর্যন্ত ৬৮ গোল করে উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলাদাতার স্থান দখল করে আছেন সুয়ারেজ। তার থেকে ১০ গোল কম নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড কাভানি। এই দুজনই উরুগুয়ের জার্সি গায়ে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন।
এ বছর ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে সুয়ারেজ ১৫ গোল করেছেন। অন্যদিকে এবারের গ্রীষ্মে ভ্যালেন্সিয়া থেকে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেবার পর কাভানি পাঁচ ম্যাচে এক গোল করেছেন।

খেলাধূলা শীর্ষ খবর